বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।
কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বটতৈল শেনের চাতাল মাজার সংলগ্ন বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি কুষ্টিয়া সদর উপজেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সদর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক হাসিবুর রহমান রিজু। বিশেষ অতিথি ছিলেন দহকলা ক্যাম্পের আইসি মোঃ খালিদুল আশিক, জগতি ক্যাম্পের আইসি জাকির হোসেন, কুষ্টিয়া জেলা মাদক প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মীর আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক শাহারিয়া ইমন রুবেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্বাস আলী মন্ডল লাদেন, আমিরুল ইসলাম, সিরাজ কবিরাজ, জিয়ারখী মাদক প্রতিরোধ কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন লাহরী ও জহুরুল ইসলাম, বটতৈল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি উত্তম সেন, কুষ্টিয়া পলিটেকনিক সভাপতি সাকিব সোহাগ, মিরপুর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চ সভাপতি মেহেদী হাসান সানি, সদর উপজেলা যুগ্ম আহবায়ক মোসলেম উদ্দিন, ইমরান হোসেন। আলোচনা ও দোয়া মাহফিলে সদর উপজেলার আওতাধীন প্রতিটি ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন বটতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন ব্যাপারী।বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে ।